• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

কঠিন চীবর দান উপলক্ষে রাঙ্গামাটিতে ২১টি বৌদ্ধ বিহারে অনুদান প্রদান


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ৭:৫৪ অপরাহ্ন / ১০০
কঠিন চীবর দান উপলক্ষে রাঙ্গামাটিতে ২১টি বৌদ্ধ বিহারে অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি: কঠিন চীবর দান অনুষ্ঠান উপলক্ষে রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে শহরের ২১ টি বৌদ্ধ বিহারে অনুদান প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় পৌরসভা কনফারেন্স রুমে বিভিন্ন বিহার প্রতিনিধির হাতে এসব অনুদান প্রদান করা হয়।

পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা, সন্তোষ চাকমা, পূলক দে, বাচিং মারমা, রবিমোহন চাকমা, নির্মলা দেওয়ান প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার নিজস্ব ফান্ড থেকে ২১টি বৌদ্ধ বিহারে সর্বমোট ১লাখ ৬৮ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।