• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

কক্সবাজার ঈদগাঁও মেহেরঘোনায় ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৩, ১১:৫২ অপরাহ্ন / ৮৯
কক্সবাজার ঈদগাঁও মেহেরঘোনায় ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজারঃ কক্সবাজার ঈদগাঁও`র মেহেরঘোনা এলাকা থেকে ১৯০০ পিস ইয়াবা সহ দুইজন রোহিঙ্গাকে আটক করেছে ঈদগাঁও থানা পুলিশ।

আটক রো‌হিঙ্গারা ঈদগাঁও‌তে ইয়াবার চালান দি‌তে এ‌সে স্থানীয় জনতার হা‌তে আটক হয়। তাৎক্ষ‌নিক খবর পে‌য়ে ঈদগাঁও থানা পু‌লিশের এসআই নোমান সিদ্দিকী সঙ্গীয় ফোর্স মে‌হের‌ঘোনা এলাকা থে‌কে ইয়াবসহ রো‌হিঙ্গা দুই যুবক‌কে আটক ক‌রে থানার হেফাজ‌তে নি‌য়ে আ‌সে ব‌লে জানান প্রতি‌বেদক‌কে। র‌শিদ আহম‌দের পুত্র আব্দু শুক্কুর প্রকাশ খাইয়ের এবং নজীর আহমদের পুত্র সাপা। তারা কুতুপালং ১নং রো‌হিঙ্গা ক‌্যা‌ম্পের বা‌সিন্দা। দুজ‌নেই মিয়ানমা‌রের নাগ‌রিক।

রোহিঙ্গা যুবকেরা প্রতি‌বেদক‌কে জানায় তারা দীর্ঘ ৩ বছর ধরে ইয়াবা ব্যাবসা করে আসছে। তারা রো‌হিঙ্গা ক‌্যাম্প থে‌কে ঈদগাঁওসহ বি‌ভিন্ন এলাকায় মাদক পাচার ক‌রে ব‌লেও স্বীকার ক‌রে।

এলাকাবাসী সূ‌ত্রে আ‌রো জানা যায়, রোহিঙ্গা যুবকরা মীর মোহাম্মদের বাসায় নিয়মিত আসা যাওয়া করতো এবং পরস্পরের খুব সখ্যতাও ছিলো।

র‌বিবার সকা‌লে মীর মোহাম্মদ ঈদগাঁও বাস স্টেশন থে‌কে তাদেরকে মেহেরঘোনার বাড়িতে নিয়ে আ‌সে। পরবর্তীতে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এলাকাবাসী ঐ রোহিঙ্গা যুবকদের দেহ তল্লাশি করলে একজনের লুঙ্গীতে কৌশলে লুকায়িত ইয়াবার প্যাকেট পাই। পরবর্তীতে এলাকাবাসী ঈদগাঁও থানা পুলিশকে খবর দেয়।