• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

কক্সবাজারে উপ‌জেলা প্রশাস‌নের অ‌ভিযান : বি‌ক্রির সময় আড়াই টন সরকা‌রি বই জব্দ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৯:৪২ পূর্বাহ্ন / ১৬২
কক্সবাজারে উপ‌জেলা প্রশাস‌নের অ‌ভিযান : বি‌ক্রির সময় আড়াই টন সরকা‌রি বই জব্দ

সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজারঃ কক্সবাজা‌রের ঈদগাঁও জালালাবাদ গুলজার বেগম দা‌খিল মাদ্রাসায় উপ‌জেলা প্রশাস‌নের অ‌ভিযান। ২৯ সে‌প্টেম্বর শুক্রবার জুমার প‌রে নতুন পাঠ্যবই বিক্রি করার সময় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার নেতৃ‌ত্বে ভ্রাম‌্যমাণ আদাল‌ত প্রায় আড়াই টন সরকারি বই জব্দ ক‌রে। মাদ্রাসা সুপার মাওলানা আ‌নিছ মোহাম্মদ আব্দুল্লাহ্‌কে শোকজ ক‌রে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবা‌র মাদ্রাসা বন্ধ থাকার সুবা‌দে গোপ‌নে জুমার সময় স্টো‌রে থাকা নতুন পাঠ‌্যবই বি‌ক্রি করার চেষ্টা ক‌রে। বই বি‌ক্রির খবর পে‌য়ে স্থানীয়রা তাৎক্ষ‌নিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মু‌ঠোফো‌নে অ‌ভি‌যোগ কর‌লে তি‌নি তাৎক্ষ‌নিক ঘটনাস্থলে পৌ‌ছে ভ্রাম‌্যমাণ অ‌ভিযান প‌রিচালনা ক‌রে। পাঠ‌্য বইগুলো জব্দ করে মাদ্রাসার একটি কক্ষে জমা রাখেন।

অ‌তিরিক্ত দা‌য়িত্বপ্রাপ্ত ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া বলেন- গুলজার বেগম মাদ্রাসা থে‌কে প্রায় আড়াই টন সরকা‌রি নতুন পাঠ‌্যবই জব্দ করা হ‌য়ে‌ছে। মাদ্রাসা সুপার‌কে আগামী র‌বিবার শোকজ করা হ‌বে পরবর্তী‌তে সুপা‌রের বি‌রো‌দ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহ‌নের জ‌ন্যে জেলা শিক্ষা অ‌ফিসার বরাবর সুপা‌রিশ করাও হ‌বে।

মাদ্রাসা সুপার মাওঃ আ‌নিছ মোহাম্মদ আব্দুল্লাহ্ ব‌লেন মাদ্রাসা প‌রিচালনা ক‌মি‌টির প্রাথ‌মিক সিদ্ধা‌ন্তে পুরাতন বই গু‌লো বি‌ক্রি ক‌রার সিদ্ধান্ত হ‌য়ে‌ছি‌লো। পরবর্তী‌তে ইউএনও ম‌হোদয়ের হস্ত‌ক্ষে‌পে বই গু‌লো বি‌ক্রি করা সম্ভব হয়‌নি। বই গু‌লো জব্দ ক‌রে মাদ্রাসার এক‌টি রু‌মে রা‌খেন। তি‌নি আ‌রো ব‌লেন উক্ত বই সমূ‌হের ম‌ধ্যে চল‌তি বছ‌রের কোন নতুন পাঠ‌্যবই নাই।

উ‌ল্লেখ‌্য যে, বিনা মূল্যে বিতরণের জন্য সরকারি বই বিদ্যালয় কর্তৃপক্ষ বিক্রি করতে পারে না। শিক্ষার্থী‌দের ম‌ধ্যে বিনামু‌ল্যে বিতর‌নের পর য‌দি উদ্বৃত্ত বই থাকে সরকারিভাবে দরপত্র আহ্বানের মাধ্যমে বিক্রি করতে পার‌বে।