• ঢাকা
  • সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৩৫ অপরাহ্ন

কক্সবাজারের কুুতুবদিয়ায় সড়কে বেপরোয়া যান : বাড়ছে দূর্ঘটনা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৩, ৯:৪২ পূর্বাহ্ন / ২২
কক্সবাজারের কুুতুবদিয়ায় সড়কে বেপরোয়া যান : বাড়ছে দূর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজারঃ কক্সবাজারের কুুতুবদিয়ায় সড়ক আর অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে ছোট-বড় অবৈধ নানা ধরনের যানবাহন। তাদের দৌরাত্ম্যে প্রাণের ঝুঁকিতে রয়েছেন পথচারী ও যাত্রীরা। অবৈধ যানবাহনের বেপড়য়া চলাচল, যানবাহনে এলইডি লাইট ও বেপরোয়া গতির কারণে ঘটছে একের পর এক দুর্ঘটনা। এতে বহু পথচারী শিশু থেকে বৃদ্ধ, স্কুল কলেজের শিক্ষক /শিক্ষার্থী । দুর্ঘটনায চিরদিনের মত পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অনেককেই।

সূত্রে জানা যাায়, গত ৩ মাসে উপজেলায় ছোট-বড় মিলিয়ে অনন্ত ১২ টি দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন, আর ৭ জন আহত হয়েছেন। আর এসব সিংহভাগ দূর্ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

সরেজমিনে দেখা যায়, উপজেলায় সড়কে যান বাহনের গতি বেড়েছে। আর উপজেলা জুড়ে লবন, বালু, মাটি ও ইট টানা ট্রলি এবং চার্জার ভ্যান, ইজিবাইক নামক এসব অবৈধ যানবাহনের রয়েছে অবাধ চলাচল। এরা যেখানে সেখানে গাড়ি পার্কিং করায় তৈরী হচ্ছে যানজট। আর এসব অবৈধ পরিবহনের বেপরোয়া গতিতে চলাচলের কারণে পথচারীরা যেমন ঝুঁকি নিয়ে পথ চলেন, তেমনই রাস্তারও ক্ষতি হচ্ছে। আর অবৈধ এসব যানবহনের চালকরাও বেশির ভাগই অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক ও কিশোর বয়সী হওয়ায় সড়ক দূর্ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

এবিষয়ে স্হানীয়রা বলেন, একদিকে চালকরা সড়কে গতি মানছেন না। অন্যদিকে সড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্স বিহীন চালক, চালকদের অদক্ষতা, ত্রুটিপূর্ণ রাস্তা ও সড়ক আইন না মানা আর জনসাধারণের অসচেতনতার কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে।এসব সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ