• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁও‌তে অবৈধ স্থাপনায় বন‌বিভা‌গের উচ্ছেদ অ‌ভিযান


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৩, ৭:২৯ অপরাহ্ন / ৬৬
কক্সবাজারের ঈদগাঁও‌তে অবৈধ স্থাপনায় বন‌বিভা‌গের উচ্ছেদ অ‌ভিযান

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ কক্সবাজার উত্তর বন‌ বিভা‌গের ঈদগাঁও রে‌ঞ্জের আওতাধীন ভোম‌রিয়া‌ ঘোনা বি‌টের আও‌লিয়াবাদ এলাকায় বন‌বিভা‌গের জ‌মির উপর নুর হোসেন এবং নুরুল আমিনের অবৈধভাবে নির্মিত ২টি স্থাপনায় উচ্ছেদ অ‌ভিযান করে দখলমুক্ত করা হ‌য়ে‌ছে।

শুক্রবার সকালে উপজেলার আও‌লিয়াবাদ এলাকায় ভোম‌রিয়া‌ঘোনা বিট কর্মকর্তার নেতৃ‌ত্বে অভিযান পরিচালনা করে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে ভোম‌রিয়া‌ঘোনা বি‌ট অ‌ফি‌সের স্টাফ, হেডম‌্যান ও বাগান পাহাড়া দলের সদস্যরা উপ‌স্থিত ছি‌লেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভোম‌রিয়া‌ঘোনা বিট কর্মকর্তা ম‌মিনুর রহমান।

বিট কর্মকর্তা জানান, ইসলামাবাদ ইউ‌নিয়‌নের আও‌লিয়াবাদ এলাকায় বন বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অ‌ভিযা‌নের আলামত বিট অ‌ফি‌সে সংরক্ষন করা হ‌য়ে‌ছে। বনের জায়গা দখলমুক্ত রাখতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। এ বিষয় নিয়ে রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি জানান বন বিভাগের জমি উপর অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে,এ বিষয় নিয়ে আমরা সজাগ আছি।