মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপঃ মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াল এডমিরাল এস এম আবুল কালাম আজাদ ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে একটি বিমান টিকেট হস্তান্তর করেন, দুর্ঘটনায় আহত মালদ্বীপ প্রবাসী বাংলাদেশী কর্মী মোহাম্মদ রহিম মিয়া।
উল্লেখ্য বাংলাদেশী প্রবাসী শ্রমিক মোহাম্মদ রহিম মিয়া
মালদ্বীপের রাজধানীর পার্শ্ববর্তী আইল্যান্ড হুলেমালে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়, এবং পায়ে গুরুতর আঘাত পায়। মোহাম্মদ রহিম মিয়ার বাড়ি টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলা, আগামী (৭ মার্চ) ২০২৩ তারিখে তিনি বাংলাদেশে ফিরে যাবেন বলে জানান বাংলাদেশ হাইকমিশনার।
বিমান টিকেট হস্তান্তর সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মোঃ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন।
আপনার মতামত লিখুন :