কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত এ প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জোবায়ের আহমেদের সঞ্চালনায় প্রস্তুতি মূলক এ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, কাশিয়ানী উপজেলা নির্বাহী মো. মেহেদী হাসান, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন,
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়েজ আহমেদ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কে এম হাসানউজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :