• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে খুলনা জেলা ও উপজেলা আওয়ামীলীগের নানা কর্মসূচি পালন


প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ন / ৭৩
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে খুলনা জেলা ও উপজেলা আওয়ামীলীগের নানা কর্মসূচি পালন

খুলনা অফিসঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে খুলনা জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে আজ জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বিভিন্ন কার্যালয়ে ৭ মার্চের ভাষণ মাইকের মাধ্যমে দিনব‍্যাপী পরিবেশন অব্যাহত থাকবে। এছাড়া আওয়ামীলীগসহ সকল অঙ্গসংগঠন তাদের কার্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।