• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

এ ৪০০ মিটারে দৌড়াবেন জহির রায়হান


প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন / ৪৬
এ ৪০০ মিটারে দৌড়াবেন জহির রায়হান

কাজল দত্তঃ আগামী ২১-২৩ মার্চ, ২০২৫ ইং তারিখে Nanjing, Chaina – এ অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ নৌবাহিনীর এ্যাথলেট জহির রায়হানকে ৪০০ মিটার দৌড় ইভেন্টের জন্য বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন কর্তৃক মনোনীত করা হয়। টিম লিডার হিসেবে নৌবাহিনীর কোচ আল আমিনকে মনোনীত করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণের গতকাল ১৮ মার্চ, ২০২৫ খ্রিঃ তারিখ রাত ১১:২০ টায় চায়না সাউদানের একটি এয়ারওয়েজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ত্যাগ করেন।

প্রতিযোগিতার ৪০০ মিটার ইভেন্টের হিট অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ শুক্রবার Nanjing, China সময় সকাল ১১.০০ ঘটিকায় (বাংলাদেশ সময় সকাল ০৯.০০ ঘটিকা)। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে একই দিনের Nanjing, China সময় রাত ২০.৫০ ঘটিকা (বাংলাদেশ সময় রাত ০৬.৫০ ঘটিকা)। ফাইনাল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার দ্বিতীয় দিন ২২ মার্চ শনিবার Nanjing, China সময় রাত ২০.৫৫ ঘটিকা (বাংলাদেশ সময় রাত ০৬.৫৫ ঘটিকা) প্রতিযোগিতা শেষে আগামী ২৫ মার্চ,২০২৫ তারিখ বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।