• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

এ্যাড. আনিছুর রহমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত


প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন / ৮৪
এ্যাড. আনিছুর রহমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত

মিশারুল ইসলাম, খুলনাঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী ও সংগঠক এবং অভিজ্ঞ এক্রিডিটেড মেডিয়েটর মো. আনিছুর রহমান খান বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হওয়ায় খুলনার কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করে বিবৃতি প্রদান করা হয়েছে।

অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, দৈনিক প্রবাহ পত্রিকার চীফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক মুহাম্মদ নুরুজ্জামান, সংযোগ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মিশারুল ইসলাম মনির, প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক এম এ আজিম, দৈনিক লোক সমাজের রিপোর্টার মো. জামাল হোসেন, অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য তিনি খুলনা জেলা বার আইনজীবী সমিতির মাধ্যমে খুলনা জেলা জজ কোর্টে ১০ বছর এর অধিক সময় আইন পেশায়রত ছিলেন। এমনকি তিনি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ আইনজীবীদের নিকট অতিব শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব।