
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এসপি কাপ ভলিবল টুর্নামেন্ট -২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এসপি কাপ ভলিবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করে। বিকাল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুলিশ অফিস দল — পুলিশ লাইন্স দলকে পরাজিত করে বিজয়ের স্বাদ অর্জন করে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এসপি কাপ ভলিবল টুর্নামেন্ট -এর ফাইনাল খেলা উপভোগ করেন জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোঃ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান, অন্যান্য অফিসার ইনচার্জবৃন্দ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও সদস্যবৃন্দ সহ বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
পরে পুলিশ সুপার আল-বেলী আফিফা বিজয়ী পুলিশ অফিস দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এর আগে তিনি রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন।
পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্লান্তি ও অবসাদ দূরে রাখতে এবং শরীর সুস্থ রাখতে মূলত এ খেলার আয়োজন। যা আগামীতেও খেলাধুলার এ আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :