এবার লকডাউনের মধ্যে সিলেট-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। ২৮ জুলাই ওই আসনে উপ-নির্বাচন হবে। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ বা লকডাউন ঘোষণা করা হলেও এ নির্বাচনী এলাকা এসব বিধিনিষেধের বাইরে থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনার সংক্রমণের উর্ধ্বগতির কারণের আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিন কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে সিলেট-৩ আসনের উপ-নির্বাচন ২৮ জুলাই। এ অবস্থায় বিধিনিষেধের বাইরে থাকবে নির্বাচনী এলাকা।
নির্বাচনী এলাকার নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম এবং সংযুক্ত সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস বিধিনিষেধের বাইরে থাকবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।