ঢাকা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের এলাকা খ্যাত কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত তিন উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে না। রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত নেয়।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, গত শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি মিঠামইন উপজেলার সাত ইউনিয়ন এবং অষ্টগ্রাম উপজেলার আট ইউনিয়নে নির্বাচন হবে। ইটনা উপজেলার ৯ ইউনিয়নে ভোটগ্রহণ হবে এর পরের ধাপে।
স্থানীয় সূত্র জানায়, নৌকা প্রতীক নিয়ে কাড়াকাড়ি, দলে হাঙ্গামা, কোন্দল ও অনৈক্য ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এ সিদ্ধান্ত ভালোভাবে নেননি ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন। তিনি বলেন, এতে আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে। কারণ প্রতীক না থাকলে আমাদের দল থেকে প্রতি ইউনিয়নে চার-পাঁচজন করে চেয়ারম্যান প্রার্থী হবে। আর বিএনপি থেকে প্রার্থী হবে একজন। ফলে নির্বাচনি মাঠে বিএনপি বা স্বতন্ত্ররা সুবিধা পাবে। সব মিলিয়ে বিষয়টি আমাদের জন্য সুখকর হবে না।
দলীয় প্রতীক না দেওয়ার বিষয়টিকে ইতিবাচক ভাবে নিয়েছেন মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর বৈষ্ণব। তিনি বললেন, এটি রাষ্ট্রপতির এলাকা। এখানে দলীয় প্রতীক দেওয়া হলে অনেকে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। এখন যে সিদ্ধান্ত হয়েছে, এতে সবার জন্য সমান সুযোগ থাকবে।