
নিজস্ব প্রতিবেদক,রাজশাহীঃ রাজশাহীতে জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে গতবারের চেয়ে কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ।
বুধবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবছর শতভাগ পাশ করেছে ৩১ টি কলেজের শিক্ষার্থীরা। শতভাগ ফেল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান ৯টি।
এমন ফলাফলে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন, এই ফলাফলের সার্থকতা পরিপূর্ণতা লাভ করবে ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেলে। এমন ফলাফলে সন্তুষ্ট শিক্ষা বোর্ড কর্মকর্তারা। সামনে আরো ভালো করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। এবার পাস করেছে এক লাখ ২৯হাজার ৪২৩জন। পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮৫.৮৯ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা ছাত্রীদের চেয়ে এগিয়ে।
গত বছরের ৬ নভেম্বর থেকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলায় এবার পরীক্ষার্থী ছিলো ১ লাখ ২৯ হাজার ২৫ জন।
আপনার মতামত লিখুন :