• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন

এবারের ঈদেও ড. মাহফুজুর রহমান


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২১, ৮:৩৪ অপরাহ্ন / ১৮৩
এবারের ঈদেও ড. মাহফুজুর রহমান

মনিরুজ্জামান অপূর্ব,ঢাকা: বরাবরের মতো এবারের কোরবানির ঈদেও গান শোনাবেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। রোববার এটিএন বাংলার পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

ড. মাহফুজুর রহমানের এবারের একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘তোমাকে চাই’। প্রচার হবে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে।

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে এটিএন বাংলা কর্তৃপক্ষ প্রত্যাশা করছে। গানের প্রতি তার দুর্বলতা থেকেই প্রতি বছর ঈদ আয়োজনে গান নিয়ে হাজির হোন মাহফুজুর রহমান, যা শুরু হয় ২০১৬ সালের কোরবানি ঈদে। সে বছর গায়ক হিসেবে হাজির হয়ে হইচই ফেলে দেন তিনি।

এটিএন বাংলার পক্ষ থেকে জানানো হয়, চ্যানেলটি প্রতিষ্ঠার পর থেকে এর মাধ্যমে ড. মাহফুজুর রহমান তারুণ্যের উচ্ছাসকে এগিয়ে নিচ্ছেন। তার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে নতুন নতুন গানের শিল্পী। সংগীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। আর তাই নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান।