নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাটঃ ক্যাসিনো জুয়া খেলে জীবনের সব কিছু ধ্বংস করে অবশেষে লালমনিরহাটের হাতীবান্ধায় জহিরুল ইসলাম (৩৫) নামে এক জুয়াড়ি এক বালতি দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়তে প্রতিজ্ঞা করার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি গ্রামে নিজ বাড়ির সামনের একটি সড়কে দুধ দিয়ে গোসল করেন তিনি। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
অনলাইন জুয়া ছাড়ার শপথ নিতে এক বালতি দুধে গোসল করেন জহিরুল ইসলাম। যারা যারা ক্যাসিনো সহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়ায় আসক্ত তারা যেন জীবন ধ্বংস করার মত জুয়া খেলা থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানান।
জাহিরুল ইসলাম বলেন, গত এক বছরে আমি প্রায় ১৫ লক্ষ টাকা হারিয়েছি জুয়ার আসরে। এতে আমার ব্যবসা শখের মোটর সাইকেল সব বিক্র করতে হয়েছে। এখন প্রায় নিঃশ্ব আমি। শুধু অর্থ সম্পদই নষ্ট হয়নি, সংসারেও অশান্তি চলে এসেছিল।তাই দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়েছি। আজকের পর থেকে আর জুয়ার আসরে না জড়াতে প্রতিজ্ঞা করেছি। একই সাথে যারা জুয়ায় আসক্ত হয়েছেন বা হতে যাচ্ছেন তারা যেন মরণ নেশা থেকে বেড়িয়ে আসেন। এখানে লাভের চেয়ে ক্ষতির পরিমান অনেক বেশি।
জহিরুলের বাবা আবুল কাশেম বলেন, ছেলে জুয়ায় আসক্ত হয়ে সব কিছু হারিয়েছে। এখন সে তার ভুল বুঝতে পেরে নিজে থেকে জুয়া ছাড়তে প্রতিজ্ঞা করেছে শুনে খুশি লাগছে। ছেলের মঙ্গলের জন্য সকলের কাছে দোয়া চান তিনি।