• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন

উন্মুক্ত ভাবে খুলনার পাইকগাছায় ১৬টি প্যাকেজে উন্নয়ন মূলক প্রকল্পের লটারি সম্পন্ন


প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৩, ১০:৫৯ অপরাহ্ন / ৬৭
উন্মুক্ত ভাবে খুলনার পাইকগাছায় ১৬টি প্যাকেজে উন্নয়ন মূলক প্রকল্পের লটারি সম্পন্ন

মোঃ মানছুর রহমান জাহিদ,পাইকগাছা,খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের ৬৭ লক্ষ ১৭ হাজার টাকার টেন্ডারের ঠিকাদার লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (৪ই এপ্রিল) দুপুরে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল রাজস্ব স্থানান্তর এর অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আহবান কৃত টেন্ডারের ১৬টি প্যাকেজের ঠিকাদার সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন, জাহাঙ্গীর আলম, শাহবুদ্দীন গাজী, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সামাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আওয়ামী লীগনেতা এসএম শাহবুদ্দীন শাহীন, ঠিকাদার ইউসুফ সরদার, শেখ মিনার হোসেন, আব্দুল হাকিম গোলদার, সাইফুল ইসলাম ও শফিকুল ইসলাম।