• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

উচ্চ আদালতের আদেশ কে কর্ণপাত করছে না, চট্টগ্রাম  অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২২, ১২:২৭ অপরাহ্ন / ৪৮১
উচ্চ আদালতের আদেশ কে কর্ণপাত করছে না, চট্টগ্রাম  অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১

নিজস্ব প্রতিবেদকঃ উচ্চ আদালতের আদেশ কে কর্ণপাত করছে না, অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত (১) চট্টগ্রাম। ঘটনা সুত্রে জানা যায়, গাইবান্ধা সদর দুর্গাপুর নাপিতের পাড়ার হতদরিদ্র রিস্কা চালক শাহআলমের ছেলে রবিউল ইসলাম সুমন (পিচ্চি) চট্টগ্রাম নগরীর ( ২০১৩ সালে) টায়ারের দোকানে কাজ করত । দোকানে কাছে এক রাতে এক পথচারী ছিনতাই কারীর হাতে অহত হয়ে,হাসপাতাল নেওয়ার পথে সেই পথচারী মারা যায়, উক্ত ঘটনায় গ্রেফতার করা হয় রবিউল ইসলাম সুমন সহ দু,জন কে , গ্রেফতার করার সময় রবিউলের বসয় ছিলো ১৩ বছর, যদিও চট্টগ্রামের, চকবাজার থানা পুলিশ চার্জসিট এ রবিউল এর বয়স দেখানো হয় ১৯ বছর।সেই থেকে রবিউল আজও জেলহাজতে আছে যাহার মামলা জি আর ১৪/ ২০১৩ ইং চকবাজার থানা, পরবর্তিতে মহানগর অতিরিক্ত দায়রাজজ আদালত নাম্বার ৪৩২৫/১৩ মামলা টি গত ০৪/১১/২০২০ ইং চট্রগাম অতিরিক্ত মহানগর দায়রাজজ আদালতে(১) রায় প্রদান করেন। কিন্ত রবিউল এই করুণ অবস্তার কথা তার দরিদ্র পরিবার জানতে পারে ৫ বছর পর।রবিউল এর অসহায়, দরিদ্র পরিবার মামলাটি পরর্বতিতে আপিলের জন্য হাইকোর্ট আপিল করে, যাহার আপিল নাম্বার ১৬৯৬/২০২১ইং বিগত ১৮/৮/২০২১ ইং বিচারপতি জনাব রেজাউল হক,ও জনাব বদিউজ্জামান দ্বৈতবেঞ্চএ মামালা টি শুনানি হয়,শুনানি শেষে মাননীয় বিচারপতি মহাদয়গন ” তিন মাসের মধ্যে” নিম্ন আদালতের নথি তলবের জন্য একটি আদেশ প্রদান করেন, পরর্বতিতে, চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রাজজ (১) যোগাযোগ করে জানা যায় আদেশ টি যথাসময়ে কতৃপক্ষের নিকট পৌঁছে।

চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রাজজ আদালতে(১) পেসকার মোঃ শহিদ মিয়ার (মোবাইল নাম্বার ০১৮৩৪৮৭৯৮৫৫), সাথে বিগত ১৩/১১/২০২১ ইং তারিখ থেকে তাহার সঙ্গে যোগাযোগ করিলে,কোন এক অদৃশ্য কারনে বিভিন্ন রকম তালবাহানা শুরু করে এবং অদ্যবতি নথি টি হাইকোর্ট পৌচ্ছেনি, । আদালতের বিচারাধীন মামলা আদালতে বিচারর্য বিষয়, ভুক্ত ভোগীপরিবারটি ন্যায় বিচারের জন্য আদালতে দাড়ে দাড়ে ঘুরছে আজও।