• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

ঈদযাত্রা : ফেরার অনিশ্চয়তা নিয়েই ঢাকা ছাড়ছে মানুষ


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২১, ২:২৫ অপরাহ্ন / ২০৭
ঈদযাত্রা : ফেরার অনিশ্চয়তা নিয়েই ঢাকা ছাড়ছে মানুষ

বিশেষ প্রতিনিধিঃ ঈদের মাত্র একদিন বাকি। ঢাকায় ফেরার অনিশ্চয়তা নিয়েই ঘরে ফিরছে মানুষ। রাজধানীর সব কটি বাস টার্মিনালে ঈদযাত্রায় মানুষের চাপ। তবে ভাড়া ৬০ শতাংশ বেশি দিয়েও পাশাপাশি বসে যাচ্ছেন যাত্রীরা। এক সিট করে খালি রেখে বসার নিয়ম থাকলেও, একই পরিবারের সদস্য হওয়ায় পাশাপাশি বসছেন যাত্রীরা।

কেউ বলছেন, এক আসন খালি রেখে বসলেও, মাঝপথে যাত্রী উঠিয়ে নিয়ে খালি আসন পূরণ করা হচ্ছে। যদিও ভাড়া বেশি নেবার অভিযোগ বরাবরই অস্বীকার পরিবহন সংশ্লিষ্টদের আর পাশাপাশি বসিয়ে নেবার কারণ হিসেবে যাত্রী কম বলে ঘাটতি পূরণে এই পন্থা বলে সাফাই গাইছেন।
মহাসড়কে কমবেশি যানজট থাকায় গন্তব্যে যাওয়া গাড়ি ঢাকায় আসতে বেশ সময় লাগায় টিকিট কাটতে আসা মানুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন।
এদিকে, স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন, কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।
গত ১৫ ও ১৬ই জুলাই প্রায় ১৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছে বলে জানিয়েছে বিটিআরসি।