• ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ


প্রকাশের সময় : জুন ৬, ২০২২, ১:০৪ অপরাহ্ন / ১৬৪
ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

মোঃ রাসেল সরকারঃ রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মুগদা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ হানিফ আল হাদী।

গত বৃহস্পতিবার (২ জুন ২০২২) রাত ৯:৫০ টায় গ্রীন মডেল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১০০০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়।

মুগদা থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর, পিপিএম জানান, একজন মাদক কারবারি মুগদা থানার গ্রীন মডেল এলাকার বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মুগদা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ১০০০ পিস ইয়াবাসহ হানিফকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মুগদা থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।