• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

ইসলামাবা‌দে পৈ‌ত্রিক জ‌মি দখ‌লের অ‌ভি‌যোগ এক ইউ‌পি চেয়ারম‌্যান প্রার্থীর বি‌রো‌দ্ধে


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৩, ২:৩৪ অপরাহ্ন / ৫৭
ইসলামাবা‌দে পৈ‌ত্রিক জ‌মি দখ‌লের অ‌ভি‌যোগ এক ইউ‌পি চেয়ারম‌্যান প্রার্থীর বি‌রো‌দ্ধে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ কক্সবাজার ঈদগাঁও`র ইসলামাবাদ খোদাইবাড়ী গ্রা‌মে মৃত মোহাম্মদ আলী কোম্পানীর ওয়া‌রিশগ‌ণের খ‌তিয়ানভুক্ত পৈ‌ত্রিক ভি‌টেজ‌মি প্রভাব খা‌টি‌য়ে ক্রয়কৃত জ‌মি দা‌বি ক‌রে দখ‌লের চেষ্টার গুরুতর অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। ১২ সে‌প্টেম্বর বিকা‌লে প্রভাবশালীদের হাত থে‌কে পৈ‌ত্রিক ‌ভি‌টেজ‌মি রক্ষায় সং‌শ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ইসলামাবাদ ইউ‌পি চেয়ারম‌্যান পদপ্রার্থী আবু তৈয়ব চৌধুরী নামের এক ব্যক্তির বি‌রো‌দ্ধে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী প‌রিবা‌রের ওসমান গ‌ণি।

সংবাদ স‌ম্মেল‌নে ভুক্ত‌ভোগীরা বলেন, জ‌মি‌টি ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী গ্রা‌মে মৃত মোহাম্মদ আলী কোম্পানীর ১৯৪৬ সা‌লে ক্রয়কৃত সম্প‌ত্তি। তারই না‌মে আরএস রেকর্ডভুক্ত হয়, পরবর্তী‌তে স্বাধীনতার প‌রে বিএস রেকর্ডভুক্ত হয়। বিএস জ‌রি‌পের সময় দা‌গের কিছু অংশ স্বমার্থক নামীয় আছদ আলী কোম্পানীর না‌মে ভুলবশত বিএস রেকর্ডভুক্ত হয়। একই দা‌গের মাত্র আট কড়া জ‌মি ঈসমাইল না‌মের এক ব‌্যক্তি‌কে বি‌ক্রি ক‌রে মোহাম্মদ আলী কোম্পানীর ওয়া‌রিশগণ। সে ক্ষে‌ত্রে তার স্বত্ত ঠি‌কে মাত্র আট কড়া। জ‌মি‌টি বি‌রোধীয় হওয়ায় ঈসমাইল পরবর্তী‌তে আবু তৈয়ব চৌধু‌রী নামক এক প্রভাবশালী ব‌্যক্তি‌তে বি‌ক্রি ক‌রে দেয়। বি‌রোধীয় জ‌মি নি‌য়ে কক্সবাজার যুগ্ন দায়রা জজ আদাল‌তে বিএস সং‌শোধনী মামলা চলমান র‌য়ে‌ছে। মামলা নং- অপর ১৩২৪/২০২১। বিএস খ‌তিয়ান নং- ৫০৪, আরএস নং- ১৯৪৭, ১৯৪৯, ১৯৫১। জ‌মি‌টি মহাসড়‌কের পার্শবর্তী হওয়ায় হঠাৎ ক‌রে উ‌ড়ে এ‌সে জো‌রে বসার ম‌তোন ক‌রে মা‌লিকানা দা‌বি ক‌রে আবু তৈয়ব চৌধু‌রী নামক ব‌্যক্তি। তি‌নি মামলার বাদী বিবাদী কোন পক্ষই নই। আ‌র্থিক প্রভাব ব‌্যবহার ক‌রে পু‌রো জ‌মি‌টি গ্রাস কর‌তে ম‌রিয়া হ‌য়ে উ‌ঠে‌ছে সে। ভুক্ত‌ভোগীরা এও দা‌বি ক‌রেন ঈদগাঁও থানার তার এই দখলবা‌জের বি‌রো‌দ্ধে অ‌ভি‌যোগ কর‌লেও কার্যকর কোন পদ‌ক্ষেপ নেওয়া হয়‌নি। উক্ত জ‌মি‌টি তা‌দের পৈ‌ত্রিক সম্প‌ত্তি। সং‌শ্লিষ্ট প্রশাস‌নের কা‌ছে তা‌দের পৈ‌ত্রিক সম্প‌ত্তি জবরদখলমুক্ত চে‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত মোহাম্মদ আলী কোম্পানীর ওয়া‌রিশগণ।