নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দু রাজ্জাকসহ ২০/৩০ সন্ত্রাসীর হামলায় ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম গুরুতর আহত হয়েছে।
এ ঘটনায় মঙ্গবার (৭ জুন) আহত সিরাজুল ইসলাম বাদী হয়ে ঈদগাঁও থানায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ কে আসামি করে এজাহার দায়ের করেছে । আসামীরা হলেন একই ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৃত মনতাজের ছেলে আব্দু রাজ্জাক ৭ জনসহ অজ্ঞাত ৫/৬ জন। গত (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বর্ণিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যলয়ের সামনে বাঁশঘাট এলাকায় এ ঘটনা ঘটে।আহত সিরাজুল ইসলাম একই ইউনিয়নের টেকপাড়া এলাকার আব্দু ছবির ছেলে। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এজাহারে জানা যায়, আসামীরা ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যলয়ের সামনে মামলার বাদী সিরাজুল ইসলামকে দেখিয়া মোবাইল করিয়া ডাকিয়া আসামীরা জনবদ্ধ হয়ে তাদের হাতে থাকা ধারালো কিরিচ ধারালো দা লোহার রড় লাঠি হাতুড়ি অবৈধ দেশি অস্ত্র সস্ত্র ইত্যাদি দিয়ে প্রকাশ্যে হত্যা উদ্দেশ্যে কোপ মারিলে সিরাজুল ইসলাম সড়িয়ে যায় এতে তার ডান পায়ের হাটুর নিচের অংশে পড়িয়া গভীর রক্তাক্ত হয়ে মাঠিতে পড়ে অজ্ঞান হলে পালিয়ে যায় হামলাকারীরা।এসময় ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যরা তাকে উদ্ধার করে ঈদগাঁওয়ের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
সিরাজুল ইসলাম জানান আসামীরা আবার রাতের অন্ধকারে আমার পরিবারের উপর পরিকল্পিত হামলা করতে পারে । হামলার পর আমার বাড়িতে এসে প্রকাশ্যে হুমকি ও দিচ্ছে আসামীরা ।হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ।
আব্দু রাজ্জাকসহ সাত জনের বিরুদ্ধে মামলার
এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম।
আপনার মতামত লিখুন :