• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

ইসলামপু‌র বাজা‌রে ইসলা‌মী ব‌্যাংক বাংলাদেশ পিএল‌সি এ‌জেন্ট আউট‌লে‌টের গ্রাহক সমা‌বেশ ও মত‌বি‌নিময় সভা সম্পন্ন


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৩, ১:০৭ অপরাহ্ন / ৯০
ইসলামপু‌র বাজা‌রে ইসলা‌মী ব‌্যাংক বাংলাদেশ পিএল‌সি এ‌জেন্ট আউট‌লে‌টের গ্রাহক সমা‌বেশ ও মত‌বি‌নিময় সভা সম্পন্ন

সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজারঃ প্রা‌ন্তিক পর্যা‌য়ের সম্মা‌নিত গ্রাহক‌দের নি‌য়ে “ব‌্যাং‌কিং সবার জ‌ন্যে,
আ‌র্থিক সাক্ষরতা” বিষ‌য়ে ইসলা‌মী ব‌্যাংক বাংলাদেশ পিএল‌সি ঈদগাঁও শাখার আওতাধীন এ‌জেন্ট আউট‌লেট `এল ক‌বির এন্টারপ্রাই‌জ` গ্রাহক সমা‌বেশের আ‌য়োজন ক‌রে।

২ অ‌ক্টোব‌র সোমবার বিকা‌লে কক্সবাজা‌র ঈদগাঁও উপ‌জেলার ইসলামপুর বাজারস্থ ধ‌র্মের ছড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের হল রু‌মে এল ক‌বির এ‌জেন্ট আউট‌লে‌টের উ‌দ্যোক্তা ও ইনচার্জ মোহাম্মদ ফাহাদ বিন ক‌বি‌রের সভাপ‌তি‌ত্বে এবং বি‌শিষ্ট লবন শিল্প ব‌্যাবসায়ী হারুন দাদার সঞ্চালনায় গ্রাহক সমা‌বেশ ও মত বি‌নিময় সভা অনু‌ষ্টিত হয়।

গ্রাহক সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থি ছি‌লেন শিল্প এলাকা ইসলামপুর লবন মিল মা‌লিক স‌মিতির সভাপ‌তি শামসুল আলম আজাদ এবং প্রধান আ‌লোচক ছি‌লেন ইসলা‌মী ব‌্যাংক বাংলাদেশ পিএল‌সি ঈদগাঁও শাখার ব‌্যাবস্থাপক রিদুূয়ানুল হক।
অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন ইসলা‌মি ব‌্যাংক ঈদগাঁও শাখার এ‌জেন্ট আউট‌লেট ইনচার্জ তাহ‌মিদুল হক, মিল মা‌লিক স‌মি‌তির সে‌ক্রেটা‌রি মনজুর আলম দাদা, ইসলামপুর ইউনিয়নের ইউ‌পি ম‌হিলা সদস‌্য জান্নাতুল ফেরদাউস,ইমাম স‌মি‌তির সভাপ‌তি ‌মাওলানা ক‌বির, সে‌ক্রেটা‌রি মাওলানা বদরুদ্দৌজা, এজেন্ট আউট‌লে‌টের কর্মকর্তা না‌হিদ আলম ও শওকত আলম,
শিল্প এলাকা ইসলামপু‌র বাজার ব‌্যবসায়ীবৃন্দ, মিল মা‌লিকগণ, ইমাম মোয়া‌জ্জিমসহ প্রা‌ন্তিক পর্যা‌য়ের শতা‌ধিক গ্রাহক উপ‌স্থিত ছি‌লেন।

উ‌ল্লেখ‌্য যে- ইসলা‌মি ব‌্যাংক বাংলা‌দেশ পিএল‌সির অধী‌নে প‌রিচা‌লিত ইসলামপুর বাজার এ‌জেন্ট আউট‌লেট “এল ক‌বির এন্টারপ্রাই‌জে বিদ‌্যুৎ বিল জমা, দে‌শের যে কোন ব‌্যাং‌কের একাউ‌ন্টে টাকা পাঠা‌নো,ক্ষুদ্র ও কৃ‌ষি বি‌নি‌য়ো‌গ সু‌বিধা,
দেশ-‌বি‌দে‌শে ব‌্যবহার‌যোগ‌্য ডে‌বিট ও ক্রেডিট কার্ড সু‌বিধা,
সমাজ‌সেবা অ‌ধিদপ্ত‌রের সরকা‌রি ভাতা প্রা‌প্তি একাউন্ট ও শিক্ষাথীদের ফ্রী ইষ্টুডেন্ট একাউন্ট খোলার সু‌বিধাসহ ব‌্যাং‌কিং চ‌্যা‌নে‌লের বৈধ সকল ধর‌নের সেবা পাওয়া যা‌বে। ইসলা‌মী ব‌্যাংক বাংলাদেশ পিএল‌সি ব‌্যাং‌কের এ‌জেন্ট আউট‌লেট দে‌শের প্রা‌ন্তিক পর্যা‌য়ে সর্বা‌ধিক ব‌্যাং‌কিং সেবা পৌছা‌নো দে‌শের শীর্ষস্থা‌নীয় ব‌্যাংক।