• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক


প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২১, ১০:০৪ অপরাহ্ন / ২৯১
ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

মোঃ সোহাগ হোসেন, শার্শা,যশোরঃ বেনাপোলে ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ সাজ্জেল হোসেন (২৩) নামে একজন কে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক, মোঃ সাজ্জেল হোসেন বেনাপোল সাদিপুর গ্রামের মৃত, খোদা বক্স মোড়লের ছেলে।

সোমবার (২৩ আগষ্ট) বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ মামুন খান এর নেতৃত্বে এসআই তৌফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বেনাপোল পোর্ট থানা এলাকার সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে বিকাল ৩’ ঘটিকার সময় সাদিপুর আসামীর নিজ বাড়ীর উঠান থেকে ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট‍্যবলেট সহ তাকে আটক করেছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।