নিজস্ব প্রতিবেদক,হবিগঞ্জঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার অভ্যন্তরিন সড়ক ব্যবস্থায় বিরাজ করছে বেহাল অবস্থা। বিভিন্ন কোম্পানি এবং ইটভাটার মাটি বুঝাই ট্রাক-ট্রাক্টরের বেপরোয়া চলাচলে সৃষ্টি হয়েছে এ পরিস্থিতি। গত দুই সপ্তাহ ধরে কৃষি জমি থেকে এক্সেবেটর দিয়ে মাটি কেটে ট্রাক-ট্রাক্টরযোগে মাটি পাচারের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে রাস্তাঘাট।
সরেজমিনে দেখা গেছে, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর-রশিদপুর সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে মাটি বুঝাই ভারী ড্রার্ম ট্রাক চলাচলের কারণে। পায়ে হেটে চলাচল করতে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা মাটি পাচারের সাথে সংশ্লিষ্ট এলাকার কতিপয় প্রভাবশালী জড়িত থাকায় প্রতিবাদ করতে পারছেন না সাধারণ মানুষ। এতে সরকারি রাস্তা দিয়ে বেপরোয়াভাবে চলাচল করছে ড্রাম ট্রাক ও ট্রাক্টর। এখানে দিনে রাতে চলছে ১০/১২ টি মাটি বুঝাই ড্রাম ট্রাক। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন স্থানীয় বাসিন্দা সহ পথচারীরা। রাস্তার ধুলোবালি উড়ে আশপাশের বাড়িঘরে পড়ে টিনের ক্ষতি সহ বিড়ম্বনায় পড়ছেন পথচারীরা। এনিয়ে ভুক্তভোগীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ।
আপনার মতামত লিখুন :