• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

আশুলিয়া ভাড়াটিয়াকে ধর্ষণ অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে


প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৫, ৪:০২ অপরাহ্ন / ৩৫
আশুলিয়া ভাড়াটিয়াকে ধর্ষণ অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়া পলাশবাড়ি এলাকায় বাড়াটিয়া এক নারীকে (২০ বছর ) ভয় ভীতি ও জোরপূবক ধর্ষণ করে আসছে বলে অভিযোগ পলাশ বাড়ি এলাকার বাড়িওলার বিরুদ্ধে।

সরজমিন অনুসন্ধানে জানা যায়, ওই নারী যশোর থেকে চাকরীর সন্ধানে আশুলিয়া আসে। ওই নারীর বাবা অসুস্থ্য হয়ে বিছায় শুয়ে আছে। দুই বোনের মাঝে বড় বোনের বিয়ে হয়ে যাওয়ায়, পড়াশোনা বাদ দিয়ে সংসারের হাল ধরার জন্য আশুলিয়া পলাশবাড়ি এলাকায় একটি বাড়িতে টু-লেট দেখে ২ রুমের একটি ফ্ল্যাট বাসার দুই হাজার টাকা অগ্রিম দিয়ে এক রুম ভাড়া নেয় গত ২৬ নভেম্বর ২০২৪।

ধর্ষিতা নারী বলেন, বাড়িওয়ালা যখন তখন বিভিন্ন বাহানায় রুমে প্রবেশ করত মানা করলেও শুনত না, সে আমাকে পলাশ বাড়িতে ৫ শতক জমি লিখে দিয়ে বিয়ের প্রস্তাব দেয়, বিভিন্ন ভাবে বুঝিয়ে ব্যর্থ হলে আমাকে প্রাণে মারার হুমকি দিয়ে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে। চাকরি খুঁজে বাসায় ঢুকলে যখনই অন্য ভাড়াটিয়া বাহিরে চলে যেত রুমে আমাকে একা পেয়ে ৬ থেকে ৭ বার জোরপূর্বক ধর্ষণ করেছে। সে আমাকে প্রানে মারার হুমকি দিয়ে থেমে থাকেনি ৪ দিন বাহির থেকে তালা বন্ধ করে রাখে, সুযোগ বুঝে বিগত ২৩ ডিসেম্বর (তালা খোলা ছিল) বাসা ছেড়ে পালিয়ে যাই। এখন আমি প্রান ভয়ে চাকরি খুজতে পারছিনা, চাকরি না থাকায় আমি এবং আমার পরিবারের খুব কষ্টে সংসার চলছে ।

ভিকটিমকে থানায় অভিযোগ বা মামলার ব্যাপারে জিজ্ঞেস করলে, সে বলে আমি এখনো প্রাণ ভয়ে পালিয়ে আছি, আল্লাহর দোহাই আপনারা আমাকে বাচান, দয়া করে আমাকে ন্যায় বিচার পেতে সহায়তা করেন। আমরা গরিব, এখানের সবকিছু আমার কাছে অপরিচিত। আমাকে থানায় অভিযোগ বা মামলার ব্যাপারে সাহায্য করেন। আমাকে বাচান, বাড়িওয়ালা আমাকে বলেছে সে খুব ক্ষমতাশালী তার হাত অনেক লম্বা। তার টাকার কোন অভাব নাই। থানা অভিযোগ বা মামলা করলে আমি বাংলাদেশের যেখানেই থাকি খুঁজে বের করে মাটির নিচে পুতে দিবে।

সরজমিন জানা যায়, বাড়িওয়ালা ফ্যাসিস্ট আওয়ামীগের আশুলিয়ার এক প্রভাবশালী নেতার নিকট আত্মীয় হওয়ায় সে কোন কিছু বা কাউকে পাত্তা দেয় না ।

(বিস্তারিত আসছে দ্বিতীয় পর্বে)