নিজস্ব প্রতিবেদক, সাভার, ঢাকাঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়ায় জুলাই ঘোষণাপত্র ও ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ, জনসংযোগের অংশ হিসেবে এবং ৭ দফা অন্তর্ভুক্ত করার দাবিতে লিফলেট বিতরণ করেছেন সাভার-আশুলিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
নেতৃবৃন্দ জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে এবং ৭ দফা অন্তর্ভুক্ত করার দাবিতে আমরা এই লিফলেট বিতরণ করছি। যা আগামী ১১ তারিখ পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন ইউনিয়নে এই লিফটের বিতরণ অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে আজ শিমুলিয়া ইউনিয়নের জিরানী বাজার, টেংগুরি, কলেজপাড়, গোহাইলবাড়ী সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :