মোঃ মাইনুল ইসলাম, সাভারঃ ঢাকা জেলার আশুলিয়ায় দেড় কোটি টাকা মূল্যের মাদকসহ ১ জন কে আটক করেছে র্যাব-৪।
ঢাকা জেলার আশুলিয়া শ্রীপুর এলাকা হতে ১ কোটি ৫৬ লক্ষ্য টাকা মূল্যের ১ কেজি ৫৬৪ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪,সিপিসি-২।
সোমবার দুপুর দেড়টার দিকে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া থানাধীন শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১কেজি ৫৬৪ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা মো.শওকত আলী নামের এক মাদক কারবারি’কে গ্রেফতার করে র্যাব-৪।
র্যাব-৪ জানায়, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই মাদক কারবারি বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৪ সিপিসি কমান্ডার।
আপনার মতামত লিখুন :