
সৈয়দ মামুন হোসেন,নিজস্ব প্রতিবেদক,বাহরাইনঃ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাহরাইন কেন্দ্রিয় কমিটির উদ্দোগে দশটির রাজধানী মানামায় কিইউ রেষ্টুরেন্টের হল রুমে যথাযোগ্য মর্যাদায় পবিত্র কোরআন তেলওয়াত, মিলাদ মাহফিল,দোয়া ও আলোচনা সভার মাধ্যমে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন এর উপস্থাপনায় এবং সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আক্তারুজ্জামান মিয়ার সভাপতিতে পরধান অতিথি ছিলেন সাবেক প্রধান পৃষ্ঠপোষক মোঃ আবুল বাসার।
গেষট অব অনার ছিলেন সাবেক সহ সভাপতি মোঃ আবুল হোসেন ভুঁইয়া। সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক সহ সভাপতি মোঃ আকবর আলী, সাবেক অর্থ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। মোঃ এখলাছ উদ্দিন সভাপতি বিএনপি আশকার শাখা। যুবদল সভাপতি মোঃ আলাউদ্দিন গাজী। সেচ্ছাসেবক দল সভাপতি মোঃ আব্দুল আলীম। যুূবদল সাধারণ সম্পাদক মোঃ সুমন শাকিল। সেচ্ছাসেবদলের উপদেষ্টা হাজী মোহাম্মদ ইউনুস প্রমুখ।
সভার শুরুতে মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :