• ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

আমার বাবা ইসলামের জন্য অনেক কাজ করেছেন,আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা——এরিক এরশাদ


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২২, ৯:১০ অপরাহ্ন / ৬৫৪
আমার বাবা ইসলামের জন্য অনেক কাজ করেছেন,আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা——এরিক এরশাদ

মোঃ রাসেল সরকারঃ পল্লীবন্ধুর জাতীয় পার্টির নাম করে অনেকেই লুটপাট করে খাচ্ছেন বলে মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। লুটপাটের পাশাপাশি অনেকে পদ বাণিজ্য করছেন বলেও মন্তব্য করেন বিদিশা।

আজ বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাইকোর্ট মাজার প্রাঙ্গণে মোনাজাতের আয়োজন করা হয়।

এ সময় এসব কথা বলেন বিদিশা এরশাদ। এবং দোয়া শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। বাবার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত অংশ নিয়ে এরিক এরশাদ বলেন, আমার বাবা ইসলামের জন্য অনেক কাজ করেছেন আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। এ সময় এরশাদ পরিবারের পক্ষ থেকে সবার জন্য দরজা খোলা বলেও জানান বিদিশা এরশাদ।

তিনি আরও বলেন, আমরা হুসাইন মোহাম্মদ এরশাদের ধারনকৃত রাজনীতির আদশে আদর্শিত। আপনারা সবাই হোসাইন মোহাম্মদ এরশাদ এর জন্য দোয়া করবেন আল্লাহ যেন উনাকে বেহেস্ত নসিব করেন।