• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

আব্দুল মজিদ মিয়ার ১ম মৃত‍্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৪, ৯:৫১ অপরাহ্ন / ৪৮
আব্দুল মজিদ মিয়ার ১ম মৃত‍্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের সদরপুর উপজেলার প্রতিনিধি দৈনিক ইত্তেফাক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়ার স্বরণে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় সদরপুর প্রেস ক্লাবের উদ‍্যোগে প্রেস ক্লাব হলরুমে এ স্বরণ সভার আয়োজন করা হয়।

ইমারত হোসেন বাচ্চু মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মহিউদ্দিন।

স্বরণ সভায় সভাপতিত্ব করেন সদরপুর প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সদরপুর উজজেলা প্রেসস ক্লাবের সভাপতি সাব্বির হোসান, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি শিমুল তালুকদার, বাংলাদেশ প্রেস ক্লাবের সধারণ সম্পাদক সোবহান সৈকত, প্রবীণ সাংবাদিক হুমায়ুন কবির, সদরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, সাংবাদিক ফোরাম সভাপতি আবুল বাসার, চরভদ্রাসন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী লাভলু, সদরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, এছাড়াও সাংবাদিক মোশাররফ হোসেন, তোফাজ্জল হোসেন টিটু, এম এম সাইফুর রহমান, আসলাম বেপারী, রাকিবুল ইসলাম, মিজানুর রহমান, নুরুল ইসলাম সহ সদরপুর, চরভদ্রাসন, ভাঙ্গা ও ফরিদপুর জেলা সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত স্বরণ সভা ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন সদরপুর উপজেলা জামে মসজিদের পেস ইমাম আমিনুল ইসলাম। এসময় মরহুম আব্দুল মজিদ মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।