• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারী


প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২২, ৪:৩৭ অপরাহ্ন / ১৯০
আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারী

নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ ঢাকার পূর্বাচলের বঙ্গবন্ধু-বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হতে যাচ্ছে ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পুরো জানুয়ারী মাসজুড়ে ই প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই মেলা। মেলার প্রবশে মূল্য ধরা হয়েছে বড়দের জনপ্রতি ৪০ টাকা এবং বাচ্চাদের ২০ টাকা। রবিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর বিষয়ে এই তথ্য জানিয়েছেন।

এছাড়াও ইপিবি কর্তৃপক্ষ বলছে,এবারের মেলায় দেশি-বিদেশি মিলে মোট ৩৫১টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন থাকবে। গতবার এই সংখ্যা ছিল ২২৫টি। মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারতসহ ১০টি বিদেশি রাষ্টের ১৭টি প্রতিষ্ঠান অংশ নেবে।

ইপিবির সচিব জানান,যাতায়াতের সুবিধার্থে এবার ১০০টির বেশি বিআরটিসি বাস সার্ভিস থাকবে। বাণিজ্য মেলায় যেতে ৩০০ ফিট রাস্তা এখন নির্বিঘ্নে যাতায়াতের জন্য উপযোগী করা হয়েছে।