মোঃ রাসেল সরকার,ঢাকাঃ ফেসবুকে ‘ক্যাসিনো সাঈদের’ সংবাদ শেয়ার করায় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন আহম্মেদ ইসলাম পুতুল নামের এক ব্যবসায়ী। গত রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মতিঝিল এলাকার দিলকুশা ভবনের সামনে তার ওপর হামলা করে কয়েকজন দুর্বৃত্ত।
আহম্মেদ ইসলামের অভিযোগ, এ কে এম মমিনুল হক ওরফে সাঈদ ও ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি হাসানুদ্দিন জামালের অনুসারীরা তার ওপর হামলা করেছে।
ঘটনার পর দিন মতিঝিল থানায় মামলা করেন আহম্মেদ ইসলাম। মামলায় মো. বশির (৪০), মোস্তফা মিয়া (৩৭), শফিকুল ইসলাম ইকবাল (৪৫), মো. মনজু (৩৮), মহসিন মির্জা (৩৫), মো. আলম (৩২), মো. জয় (৩৫), হানিফ ভূঁইয়া (৪৮) ও মো. মনিরের (৪৮) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার করায় আসামিরা তার ( আহম্মেদ ইসলাম) ওপর হামলা চালান। হামলাকারীরা ইট ও লাঠি দিয়ে তাকে মারধর করেন। ওই সময় দুইজন তার পকেট থেকে ৮৫ হাজার টাকা চুরি করে নিয়ে যান। যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেন তারা।
মামলার বাদী আহম্মেদ ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি ড্যানিশ কোম্পানিতে সাব-ডিলার হিসেবে কাজ করি। মামলার ৩ নম্বর আসামি ইকবাল ডিলারশিপ ছেড়ে দিতে আমাকে হুমকি দিয়ে আসছিলেন। কয়েক দিন আগে ‘ক্যাসিনো সাঈদের’ একটি সংবাদ ফেসবুকে শেয়ার করি তারা এই সুযোগে আমার ওপর হামলা চালান। তারা মমিনুল হক ওরফে সাঈদ ও ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি হাসানুদ্দিন জামালের অনুসারী।
তিনি আরও বলেন, হামলার সময় আশপাশের লোকজন জমায়েত হন। পরে পালানোর সময় বশির ও মোস্তফাকে আটক করে পুলিশ। তারা জামিনে বেরিয়ে এসে আমাকে হত্যার হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন জানান, মামলাটির তদন্ত চলছে। আমাসিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :