এম রাসেল সরকারঃ রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভুল চিকিৎসায় মো. ওমর বিন সাইফ নামে ১১ বছরের এক শিশুর মৃত্যু অভিযোগ উঠেছে। ১৮ আগস্ট শুক্রবার রাত ১১টায় ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওমর বিন সাইফ মুহাম্মদপুরের মহিলা মাদরাসা ফাতিমাতুজ জাহরা রাযি. মাদরাসার মুহতামিম মুফতি সাইফুল ইসলামের ছেলে। সে রাজধানীর মোহাম্মাদিয়া হাউজিংয়ে মাদরাসায়ে তাকরিমুল কোরআন ওয়া সুন্নাহর হিফজ বিভাগের নিয়মিত শিক্ষার্থী ও ১১ পারা কুরআনের হাফেজ ছিল।
জানা গেছে, রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দুপুরে ডেঙ্গু আক্রান্ত ওমর বিন সাইফকে আনোয়ার খান মডার্ন হাসপাতালের পিআইসিইউ বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের দাবি, দুপুর ১টায় ভর্তি করার পর থেকে রাত ৯টা পর্যন্তও কোনো জটিলতা ছিল না শিশুর। কিন্তু মধ্যরাতে শারীরিক অবস্থার অবনতি হয়। রাতের শিফটের ডাক্তারের ভুল চিকিৎসায় ওমর মারা যায় বলে অভিযোগ তাদের। এ ঘটনায় কর্তব্যরত ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পরিবার।
এদিকে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল তানিম ভুল চিকিৎসা কিংবা চিকিৎসায় অবহেলার বিষয়টি নাকৎ করেছেন।
আপনার মতামত লিখুন :