• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

আদালতের আদেশ অমান্য করে বাড়ি ভাঙচুর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৪, ৩:২৮ অপরাহ্ন / ১৭
আদালতের আদেশ অমান্য করে বাড়ি ভাঙচুর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম রোমানিয়া, খুলনাঃ আদালতের আদেশের বাহিরে নিরপরাধ ব্যক্তির জমি দখলের অসৎ উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে আব্দুস সালামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আজ রবিবার ২৭ অক্টোবর ২০২৪ সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবে রাশিদা পারভিন সংবাদ সম্মেলন করেন। রাশিদা পারভীন বলেন প্রতিবেশী আব্দুস সালাম এর বিরুদ্ধে জমিজমা নিয়ে বিরোধের কারনে জামাল হোসেন, ডাঃ রমজান আলী দ্বয় বিজ্ঞ আদালতের দেওয়ানী মামলা নং- ১৩৪/২০১৭ দায়ের করেন।

উক্ত মামলায় বিজ্ঞ আদালত ইং ২৮/০৪/২০১৯ তারিখ রায় প্রদান করেন এবং ইং ০৫/০৫/২০১৯ ১ / জামাল হোসেন, ২/ ডাঃ রমজান আলী দ্বয়ের পক্ষে ডিক্রী প্রদান করিয়া জমির বিস্তারিত উল্লেখ পূর্বক উচ্ছেদ জারি করেন। উক্ত উচ্ছেদ পরোয়ানার প্রেক্ষিতে ইং- ২৩/১০/২০২৪ তারিখ বিকাল অনুমান ৩টার সময় আব্দুস সালামের বাড়ীতে হাজির হইয়া আব্দুস সালামকে উচ্ছেদ করার পর অসৎ উদ্দেশ্যে বেআইনি জনতাবদ্ধ হতে লোহার রড, শাবল, কোদাল, দা, লাঠি ইত্যাদি মারাত্বক অস্ত্রে সজ্জিত হইয়া অনাধিকার ভাবে আমার বসত বাড়ীতে প্রবেশ করিয়া ইচ্ছাকৃত ভাবে বাড়ী ভাংচুর ও লুটপাট করে অনুমান ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকার ক্ষতি করে। ফারহানা ইসলাম ও মোজাফ্ফারুল আমিন বাধা দিতে গেলে তাহারা মারমুখি আচরন করে এবং প্রকাশ্য জীবন নাশের হুমকি প্রদান করেন।