• ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

আজ জাতীয় কবি নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী


প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২১, ১২:০১ অপরাহ্ন / ২১৭
আজ জাতীয় কবি নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী

মনিরুজ্জামান অপূর্ব,ঢাকা বাঙালির প্রাণের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী শুক্রবার। ১৯৭৬ সালের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কবির প্রতি শ্রদ্ধায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন।

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ- দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।

কাজী নজরুল ইসলামের রচিত ‘চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগনে বাজে মাদল’ বাংলাদেশের রণসংগীত হিসাবে গৃহীত।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে। ১৯৭৬ সালে কবিকে ‘একুশে পদক’ দেওয়া হয়।