• ঢাকা
  • শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:২৮ পূর্বাহ্ন

আজই আদালতে হাজির করা হবে পরীমণিকে


প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২১, ৭:৩৫ অপরাহ্ন / ২১৬
আজই আদালতে হাজির করা হবে পরীমণিকে

আয়েশা সিদ্দিকী, ঢাকাঃ ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণিকে গ্রেপ্তারের পর র‌্যাবের সদরদপ্তরে সংবাদ সম্মেলন শেষে পরীমনি ও নজরুল রাজকে বনানী থানায় হস্তান্তর করা হয়। বনানী থানায় মামলা প্রক্রিয়া শেষে আজই ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে তাদের।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) র‌্যাবের সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, পরীমণি নিজের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন অশ্লীন ভিডিও তৈরি করতো। ভুক্তভোগিদের অভিযোগের ভিত্তিতে এসব বিষয়ে তদন্ত করা হবে। অতিমাত্রায় মাদক সেবন করতেন। সেজন্য ব্যক্তিগত বাড়িতে নিজেই মিনিবার তৈরি করেছেন।

গতকাল (বুধবার) বিকেলে পরীমণির বনানীর বাসায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যায় র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। তাদের দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমনি। তিনি সেখানে অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।