![scriptForHost](http://ajkerbd24.com/wp-content/uploads/2025/01/logog555.jpg)
রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ আগামী ২ই সেপ্টেম্বর ২০২৩ ইং পুরাতন বানিজ্য মেলার মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
সারাবিশ্ব আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গ্রহণ করেছে। অন্যদিকে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পিছিয়ে নিতে টেক ব্যাক বাংলাদেশ স্লোগান ধারণ করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। এসব কথা বলেছেন- মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আব্দুর রহমান জীবন।
প্রস্তুতি সভায় লৌহজং উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজুর পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আবদুর রহমান জীবন,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শাহজাহান খান, কেন্দ্রীয় কমিটির সদস্য আজমীর শেখ, উপস্থিত বক্তব্য রাখেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশীদ শিকদার, লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন,
সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ খান সেন্টু, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল লিপু ফকিরসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :