• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে—-বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম


প্রকাশের সময় : মে ৩০, ২০২৫, ৭:৪০ অপরাহ্ন / ৩৪
আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে—-বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।

শুক্রবার (৩০ মে) বিকালে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে মুকসুদপুর উপজেলা বিএনপি ও মুকসুদপুর পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু। আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান লিপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, সহ-সভাপতি মোঃ মুন্নু মুন্সী, ফিরোজ আহমেদ মৃধা, আব্দুল আউয়াল ফকির, মোঃ মাহবুবুল আলম হিরু, উপজেলা মহিলা দলের সভানেত্রী জোহরা বেগম, উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক নিশাত জাহান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, যুগ্ম আহবায়ক মোঃ মোস্তফা গাজী, পৌর যুব দলের আহ্বায়ক মোঃ সাইফুজ্জামান লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মুরাদ মল্লিক, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, পৌর ছাত্রদলের সভাপতি মো: আশিক মুন্সি, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো: মেহেদী মুন্সী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনা, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তার জ্যেষ্ঠ পুত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।