• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৯:২৫ পূর্বাহ্ন

আগামী এপ্রিলের মধ্যে আসছে ৭ কোটি টিকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২১, ৭:৪৪ অপরাহ্ন / ১৪৮
আগামী এপ্রিলের মধ্যে আসছে ৭ কোটি টিকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধিঃ আগামী বছরের এপ্রিলের মধ্যে দেশে সাত কোটি ডোজ করোনার টিকা আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি আরও জানিয়েছেন, আগস্টের মধ্যে আসছে ২ কোটি ডোজ টিকা। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানান প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম জানান, আগামী ১০ দিনের মধ্যে আসবে অক্সফোর্ডের ২৯ লাখ টিকা। জুলাইয়ের শেষ দিকে আসবে ৩০ লাখ করোনার টিকা। আর আগস্টের শুরুতে কোভ্যাক্সের ১০ লাখ ডোজ করোনার টিকা আসবে।

তিনি আরও জানান, ২০২২ সালের এপ্রিলের মধ্যে দেশে আসবে সাত কোটি ডোজ করোনা টিকা। দেশের ৮০ শতাংশ জনগণকে টিকার আওতায় আনা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।