• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

আগামীকাল রাতে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসবে বাংলাদেশে


প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২১, ৯:২১ অপরাহ্ন / ২০৯
আগামীকাল রাতে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসবে বাংলাদেশে

বিশেষ প্রতিনিধিঃ চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ আগামীকাল শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছাবে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছাবে।

বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। ইতোমধ্যে চুক্তির ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে।
এ ছাড়াও, চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।