যশোর প্রতিনিধি : আগস্ট মাস বাঙ্গালীর শোকের মাস একইসাথে ১৫ আগস্ট জাতির ইতিহাসের কলঙ্কময় একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে কাক ডাকা ভোর রাতে একদল বিপথগামী সেনার হাতে নিহত হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তার শিশু পুত্র শেখ রাসেলসহ অন্য দুই ছেলে, স্ত্রী, ছোট ভাইসহ মোট ১৮ জব্ন স্বজনদেরও হত্যা করে। সেই সময় বঙ্গবন্ধুর অন্য দুই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান।
দেশজুড়ে যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। এরই ধারাবাহিকতায় ৮৫ যশোর- ১ আসনের এমপি শেখ আফিল উদ্দিনের দিক নির্দেশনায় ২৭ আগস্ট ২০২১ ইং শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ বেনাপোল পৌর শাখার উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা সহ কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের সবার মাঝে কালোব্যাজ ধারণ, অতপর বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়।সর্বশেষ গরীব, অসহায় এবং দলীয় নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সম্মাণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ সদস্য তোহিদুর রহমান, যশোর জেলা সেচ্ছাসেবকলীগ সহঃ সভাপতি প্রভাষক মিকাইল হোসেন, যশোর জেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক, অধ্যক্ষ নুরে আলম সিদ্দীকি মিলন।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন, আওয়ামী সেচ্ছাসেবক লীগ বেনাপোল পৌর শাখার সংগ্রামী সভাপতি মোঃ জুলফিকার আলী মন্টু, এছাড়াও সঞ্চালনায় ছিলেন, বেনাপোল পৌর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন।
এছাড়াও এসময় সম্মাণিত অতিথি ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ ইব্রাহীম খলিল, বেনাপোল পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এনামুল হক মুকুল, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক মোঃ সোহরার হোসেন, বেনাপোল ৪নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, শার্শা উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার সহ এছাড়াও উপস্থিত ছিলেন, শার্শা ও বেনাপোলের আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।