নিজস্ব প্রতিবেদক,বরিশালঃ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ কে কেন্দ্র করে আজ বিকেল চারটায় সরিকল বন্দরে এ মারামারির ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শিরা জানান সরিকল ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুব নেতা হুমায়ুন খলিফার নেতৃত্বে সরিকলে শান্তি সমাবেসের উদ্দেশ্যে সাকোকাঠি মিসুক স্টান্ড থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি সরিকল বন্দরের কাছাকাছি পৌছালে নাসির মোল্লার নেতৃত্বে কয়েক জনে মিলে মিছিলটির উপর অতর্কিত হামলা চালায় এবং সাইদুল নামে এক আওয়ামীলীগ কর্মীকে মারধর করে।
স্হানীয়রা জানান নাসির মোল্লা এক সময়ে সর্বহারা দলের সক্রিয় সদস্য এবং বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এক সময়ে বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের ক্যাডার বাহিনীর প্রধান হিসাবে কাজ করে এলাকায় ডাকাতি লুটপাটসহ নানা ধরনের অপরাধ মুলক কাজ কর্ম করতো।
মিছিলের নেতৃত্বে থাকা হুমায়ুন খলিফা এই মারামারির ঘটনার কারন জানতে চাইলে তার উপর চড়াও হয় নাসির মোল্লা। সমাবেশ কে সুন্দর ও সফল করার উদ্দেশ্য হুমায়ন খলিফা নেতা কর্মীদের নিয়ে সমাবেশের দিকে মিছিল নিয়ে চলে যান। সমাবেশ স্হলে পৌছে গৌরনদী উপজেলার আওয়ামিলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র হারিচুর রহমানের কাছে উক্ত ঘটনার বিচার দাবী করেন।
বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন গৌরনদী উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র হারিচুর রহমান।
আপনার মতামত লিখুন :