নিজস্ব প্রতিবেদকঃ আজ দৃশ্যমান ডিজিটাল বাংলাদেশ,স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এই স্লোগান কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ভীশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ও আইআর ৪ এর চ্যালেঞ্জ মোকাবেলায়, দেশের অর্থনৈতিক মেরুদন্ড শক্তিশালী বজায় রাখতে,ডেল্টা প্লান-২১০০ বাস্তবায়নে প্রকৌশলীদের সমাজের ভুমিকা অনস্বীকার্য।
আপনারা হয়তো সকলে অবগত রয়েছেন ২০২৩ -২০২৪ বছর মেয়াদে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আই ই বি নির্বাচন।
উক্ত নির্বাচনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) এর চট্টগ্রাম কেন্দ্রের মনোনীত প্রার্থী হিসাবে লোকাল কাউন্সিল মেম্বার পদে
ইঞ্জিনিয়ার সুব্রত দাসকে মনোনীত করা হয়েছে। যাহার ব্যালট নাম্বার ১৫। তাই আমরা ইঞ্জিনিয়ার সুব্রত দাসকে মনোনীত করার জন্য ১৫নং ব্যালটে আপনাদের মহামুল্যবান ভোটের প্রত্যাশা করছি।
ইঞ্জিনিয়ার সুব্রত দাস আপাদমস্তক একজন সাধারন মানুষ তার সিরিয়াল নম্বর ১৫ বলাবাহুল্য যে ইঞ্জিনিয়ার সুব্রত দাস ছাত্রজীবন থেকেই আই ই বি (Institution of Engineers Bangladesh) চট্টগ্রাম কেন্দ্রের সহিত বিভিন্ন কমিটির সহিত অঙ্গাঙ্গীভাবে জড়িত। এছাড়াও তিনি প্রায় বিগত ২৮ বছর যাবৎ আই ই বি তে তার পদচারনা ছিলো,বর্তমানে আছে ও ভবিষ্যতেও থাকবে। তিনি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে আপনাদের সকল পরামর্শ এবং মতামত কে প্রাধান্য দিয়ে যেকোন কাজে সর্বদা সচেষ্ট থাকবে। তাই আপনাদের মহামুল্যবান ভোট ১৫ নং ব্যালটে দিয়ে তাকে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা রইলো।
প্রচারে- আই ই বি (Institution of Engineers Bangladesh) এর ভোটারগন।
আপনার মতামত লিখুন :