
রাজিব আহমেদ, নরসিংদীঃ রবিবার (১৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ) জেলা পুলিশ, নরসিংদীর আয়োজনে নরসিংদী পুলিশ লাইনস্ মাঠে আইজিপি কাপ “পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২২” ও ঢাকা রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কাবাডি প্রতিযোগিতা-২০২২ এর ফাইনাল খেলায় নারায়নগঞ্জ জেলা কাবাডি দল ঢাকা জেলা কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নরসিংদী সাহেব আলী পাঠান।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ, জেলা পুলিশের বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ, যাদের নিয়ে আজকের এই আয়োজন সেই সম্মানিত খেলোয়ার ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :