• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

অসহায় গরীব শীতার্তদের মাঝে খুলনা প্রেসক্লাবে কম্বল বিতরণ


প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন / ২৫
অসহায় গরীব শীতার্তদের মাঝে খুলনা প্রেসক্লাবে কম্বল বিতরণ

এম রোমানিয়া, খুলনাঃ অসহায় গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব চত্বরে ‘খুলনা বিভাগীয় সমিতি, যুক্তরাজ্য’ এর সহায়তায় শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলনে খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ‘খুলনা বিভাগীয় সমিতি, যুক্তরাজ্য’ এর পক্ষে সমাজ সেবক শের আলম সান্টু, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, আনোয়ারুল ইসলাম কাজল, দেবব্রত রায়, এম এ হাসান, উত্তম মন্ডল, কে এম জিয়াউস সাদাত, এবং ‘খুলনা বিভাগীয় সমিতি, যুক্তরাজ্য’ এর পক্ষে আলী আক্কাস ও গোলাম কিবরিয়াসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।