রফিকুল ইসলাম কচিঃ শেখ হাসিনার আহ্বানে অসহায়দের মাঝে তৈরি খাবার বিতরণ করছে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ। রাজধানীর পল্টনে ১ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু করে নিয়মিত সন্ধ্যায় এ খাবার বিতরণ করে চলেছে সংগঠনটি। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ , কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন শেখ আজগর নস্কর এর নির্দেশে লকডাউনে কর্মহীন গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষের মাঝে তৈরি খাবার বিতরণের তত্ত্বাবধানে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব ফিরোজ আহমেদ তালুকদার ও ঢাকা মহানগর দক্ষিণ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী মহিদুল ইসলাম মহিম।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অসহায়দের হাতে খাবার তুলে দেন। সংগঠনের সভাপতি সাঈদুর রহমান সাঈদ বলেন, ১ জুলাই সারা দেশে সরকারের লকডাউন ঘোষণায় আমরা জননেত্রী শেখ হাসিনার উপহার থেকে তৈরি খাবার অসহায়দের মাঝে বিতরণ করে আসছি। সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আলহাজ্ব লায়ন শেখ আজগর নস্কর বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ আমাদের দেশে প্রাদুর্ভাব দেখা দিলে এর হত থেকে বাঁচতে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সরকার লকডাউন ঘোষণা দেয়। আমরা আওয়ামী মৎস্যজীবী লীগ তখন সাধারণ মানুষের মাঝে পর্যাপ্ত খাদ্য সামগ্রী ঢাকাসহ সারা দেশে বিতরণ করেছি। তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতি খারাপের দিকে গেলে ১ জুলই থেকে লকডাউন ঘোষণা দেওয়া হয়। আমরা জননেত্রী শেখ হাসিনার উপহার সাধারণ অসহায় মানুষের মাঝে ১ জুলাই থেকে নিয়মিত বিতরণ করে আসছি। এ বিতরণ কার্যক্রম লকডাউনের শেষদিন পর্যন্ত চলবে ইনশাল্লাহ।
আপনার মতামত লিখুন :