• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতারণ করলেন মেম্বার সাদ্দাম হোসেন


প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৩, ২:২৩ পূর্বাহ্ন / ৭৮
অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতারণ করলেন মেম্বার সাদ্দাম হোসেন

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বতর্মান মেম্বার মোঃ সাদ্দাম হোসেন ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার বিকালে দাইপুখুরিয়া ইউনিয়নের বিনোদনগর গ্রামে কয়েক ‘শ অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতারণ করে।

অসহায় বৃদ্ধ ব্যক্তিরা শীতবস্ত্র পেয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, সাদ্দাম হোসেন আমদের মেম্বার না তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের সকল বিষয়ে খোঁজখবর নিয়ে থাকেন। আমরা তার জন্য দোয়া করি তিনি যতদিন বাঁচবে আমাদের এই পাশে দাঁড়াতে পারে।

৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহ সাদ্দাম হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিজ উদ্যোগে অসহায় ও গরিব এবং বৃদ্ধ ব্যক্তিদের ৩ শতাধিক কম্বল বিতরণ কালে বলেন,ছোট থেকেই আমার নেশা কোন ব্যক্তি বিপদে পড়লে আমি ছুটে যায়, কেউ বলতে পারবে না যে আমাকে আট নম্বর ওয়ার্ডের কোন ব্যক্তি বিপদে পড়ে আমাকে ডেকে পায়নি। আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি।