মোঃ জাহিদুর রহমান (জাহিদ), পাইকগাছা, খুলনাঃ ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন কার্যক্রমের আওতায় তৃতীয় পর্যায়ে অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ে খুলনা জেলায় ৮৩৬টি পরিবারকে জমিসহ পাকা বাড়ী হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর মধ্যে পাইকগাছা উপজেলায় ৬৬ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিসহ পাকা বাড়ী।২২ মার্চ বুধবার গনভবন থেকে তৃতীয় পর্যায়ে অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনা জেলার পাইকগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৬৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জমির কবুলিয়াত ও বাড়ীর চাবি হস্তান্তর করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় এমপি আক্তারুজ্জামান বাবু বলেন,প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। এ দেশের প্রতিটি মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। দেশকে সোনার বাংলায় পরিনত করেছেন। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ে স্মার্ট বাংলাদেশে পরিনত করতে চান প্রধানমন্ত্রী। ভূমিহীন ও গৃহহীন মানুষকে বিনামূল্যে জমি সহ ঘর করে দেওয়ার নজির আর পৃথিবীর কোন দেশে নেই। অসহায় মানুষের মুখে হাসি ফোটানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা সহকারি কমিশনার(ভূমি)আরাফাত হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু,সাব-ইন্সপেক্টর মোঃ মোশারফ হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব শেখ জামাল হোসেন,রনজিৎ কুমার সরকার,ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী,শাহজাদা মোঃআবু ইলিয়াস,প্যানেল চেয়ারম্যান শংকর কুমার বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ও সহকারি অধ্যাপক মায়নুল ইসলাম,পাইকগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্ধ, কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্ধ সহ প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইতিপূর্বে এ উপজেলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের আওতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও আশ্রয়হীন ৬৯০টি পরিবারকে দুই শতাংশ করে জমিসহ নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :