ঢাকা : মধুবন মে রাধা নাচে শিরোনামের জনপ্রিয় গানটি গেয়েছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফি। ১৯৬০ সালে দীলিপ কুমার অভিনীত কোহিনূর চলচ্চিত্রে গানটি গেয়েছিলেন তিনি। গানটি এখনো শ্রোতাদের মাঝে বেশ জনপ্রিয়।
সম্প্রতি সারেগামা মিউজিক এই গানটির নতুন মিউজিক ভিডিও মধুবন শিরোনামে প্রকাশ করে। গানটি নতুন করে গেয়েছেন কনিকা কাপুর ও অরিন্দম চক্রবর্তী। মিউজিক ভিডিওতে সানি লিওন নেচেছেন। তার নাচ দেখেই ক্ষিপ্ত হয়েছেন ভারতের পুরোহিতরা। তাদের দাবি, গানটিকে অশ্লীলভাবে উপস্থাপন করেছেন সানি লিওন। বলিউডের আইটেম গার্ল খ্যাত সানিকে ভারত থেকে বের করে দেওয়ারও হুমকি দিয়েছেন তারা।
মথুরার পুরোহিত নবল গিরি মহারাজ হুমকি দিয়েছেন, সানি লিওনি প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে ভারতে থাকতে দেওয়া হবে না। তিনি মিউজিক ভিডিওটি নিষিদ্ধের দাবি তুলেছেন।
আপনার মতামত লিখুন :